বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে গাঁজাসহ ছয়জন আটক  

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামে গাঁজাসহ ছয়জন আটক  

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চালিয়ে ৬টি মোবাইল ফোন, ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার রাতে কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকা থেকে ২টি বড় পিকআপে এ অভিযান চালানো হয়। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালায়।

উদ্ধারকৃত গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড়ে  পিকআপে লোড দিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন কারবারিরা। 

আটক মাদক কারবারিরা হলেন -কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের পুত্র ইব্রাহীম খলিল, নাটোর জেলার কাঁজু,  টাঙ্গাইল জেলার মো. মেহেদী হাসান, জয়,আলাউদ্দিন শিকদার ও হামিদুল শিকদার। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় বলেন, জনসম্মুখে অভিযানটি চালিয়ে মাদকদ্রব্য ও কারবারিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ